রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে এবং তা অর্জন না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। বৃহস্পতিবার বছরের শেষ মাসে এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন।
পুতিন বলেন, ডিমিলিটারাইজেশনের ক্ষেত্রে (বেসামরিকীকরণ) তারা আলোচনা করতে চায় না। তাই আমরা সামরিক ব্যবস্থাসহ অন্যান্য পদক্ষেপ নিতে বাধ্য হই।
পুতিন বলেন, ইউক্রেনে বর্তমানে প্রায় ৬ লাখ ১৭ হাজার রুশ সৈন্য রয়েছে, যার মধ্যে প্রায় ২ লাখ ৪৪ হাজার কে পেশাদার রুশ সামরিক বাহিনীর পাশাপাশি লড়াই করার জন্য ডাকা হয়েছে। বর্তমানে সংরক্ষণকারীদের আরও সমাবেশ করার প্রয়োজন নেই।
তিনি বলেন, আনুমানিক ৪,৮৬,০০০ মানুষ এখন পর্যন্ত চুক্তিভিত্তিক সৈন্য হিসেবে স্বেচ্ছায় স্বাক্ষর করেছেন।