রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুরে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল বধ্যভূমিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন রুহুল আমিন মিঞাসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে পুরস্কার বিতরণ হয়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর  জেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপসানালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here