গুগল ম্যাপে বড় আপডেট

0

গুগলে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এখন লোকেশন হিস্ট্রি, টাইমলাইন তৈরি, ব্লু ডটে নতুন কিছু ফিচারও যুক্ত হয়েছে। এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন লোকেশন ডিলেট হিস্ট্রি, ডিরেকশন ও সার্চও ডিলেট করে দিতে পারবেন। 

ধরুন কোথাও ঘুরতে গেলেন। সেখানে ঘুরতে গিয়ে কোনো সার্চ করলেন বা কোনো সেভড ডাটা রাখলেন। সেগুলো এখন সহজেই ডিলেট করে ফেলা যাবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here