লিনকনে কিউইদের হারাল টাইগাররা

0

লিনকনে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩০৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড একাদশ।

শুরুতে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরত যান এনামুল হক বিজয়। তার বিদায়ের পর তিনে খেলতে নেমে তানজিদ হাসান তামিমের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন সৌম্য সরকার।  

হাফ সেঞ্চুরি তুলে নেন চারে খেলতে নামা লিটন দাসও। ৫ চার ও ১ ছক্কায় ৬৩ বলে ৫৫ রান করেন তিনি। তবে বাংলাদশের রানকে মূলত তিনশ ছাড়িয়ে নিয়ে যান রিশাদ হোসেন। লেগ স্পিনার হিসেবে খ্যাতি থাকলেও এদিন ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হন তিনি। ১১ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮৭ রান করেন তিনি।  

জবাব দিতে নেমে বাংলাদেশকে ভয় ধরিয়ে দেন নিউজিল্যেন্ডের দুই ব্যাটার পোপলি ও প্যাটেল। তাদের ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিকরা। কিন্তু ৯০ বলে ৯২ রান করা পোপলিকে বোল্ড করেন আফিফ হোসেন। ৭৭ বলে ৮৯ রান করা প্যাটেলকেও ফেরান তিনি।  

শেষ অবধি আর জয়ের বন্দরে ভিড়তে পারেনি নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশের হয়ে ৭ ওভার ২ বল হাত ঘুরিয়ে ৫২ রান দিয়ে তিন উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া দু’টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here