অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।
এবারের যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলেছে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। তিন ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারতের যুবারা।