গোপন নথি ফাঁস মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে। এটা আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনায় জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 

গত বছর ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামাবাদে পাঠানো একটি গোপনীয় খবর ফাঁসের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য এই অভিযোগ আনা হয়েছে।

ইমরানখানের আইনজীবী গোহর খান অভিযোগের বিরোধিতা করে বলেন, অভিযুক্তদের স্বাক্ষর থাকলেই তা বৈধ হবে। সাবেক এই প্রধানমন্ত্রী এর আগে বলেছিলেন, ক্যাবলের বিষয়বস্তু অন্যান্য উৎস থেকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রযুক্তিগত কারণে পূর্ববর্তী অভিযোগ খারিজ করে দেওয়ার পরে দ্বিতীয়বারের মতো খানকে একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here