ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রুশ সিনেটরদের বলেন, এই সমস্যার চিরস্থায়ী সমাধান এবং ন্যায়সঙ্গত উপায়ে সমাধানের একমাত্র উপায় হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচস্থায়ী সদস্যের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা।
হামাস ও ইসরায়েল উভয়ের সাথেই রাশিয়ার কার্যকর সম্পর্ক রয়েছে। মস্কো বারবার ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে আসছে। চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া একটি।