নিষ্প্রভ সূর্যের পাশে দাঁড়ালেন কপিল দেব

0

কিছুদিন আগেও সূর্যকুমার যাদবের ব্যাটে ছিল রানের জোয়ার। এখন সেখানে ভাটার টান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর তিনটি ওয়াডেতেই রানের খাতা খোলার সুযোগ পেলেন না সূর্যকুমার। আউট হয়ে গেছেন প্রথম বলেই। গোল্ডেন ডাকের হ্যাটট্রিক গড়লেন টি-টোয়েন্টির বিশ্বসেরা এ ব্যাটার। এমন পারফরম্যান্সের পর একদিনের ক্রিকেটে তার জায়গা নিয়েই এখন প্রশ্ন উঠছে। 

টানা ব্যর্থতার পর অনেকেই বলছেন, ওয়ানডেতে সূর্যকুমারের বদলে সাঞ্জু স্যামসনকে খেলানো উচিত ছিল। এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন কপিল দেব। সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘যে ক্রিকেটার ভালো খেলেছে, তাকেই সুযোগ দেওয়া উচিত। সূর্যকুমারের সঙ্গে সাঞ্জুর তুলনা করা উচিত নয়। সাঞ্জু যদি ভালো না খেলতে পারে, তাহলে আবার আরেকজনের নাম বলা হবে। এটা হওয়া উচিত নয়। দল যদি মনে করে সূর্যকে বেশি সুযোগ দেবে, তাহলে সেটাই করা উচিত। লোকে অনেক কিছু বলবে, কিন্তু শেষ পর্যন্ত দলকেই সিদ্ধান্ত নিতে হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here