পরিচালক করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খান। বিপরীতে খুশি কাপুর।
বিগত কয়েক বছর ধরেই হিন্দি সিনেমায় নতুন মুখ লঞ্চ করার উত্তরাধিকারকে অব্যাহত রেখে করণ জোহরের নতুন ঘোষণায় আবার জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়।
কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন , কাজল এবং পৃথ্বীরাজের সঙ্গে একটি থ্রিলার ছবি দিয়ে বলিউড অভিষেক করবেন ইব্রাহিম। কিন্তু এখানেই শেষ নয়। নতুন একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইব্রাহিম এবং খুশি কাপুর আগামী দিনে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তার হাত ধরেই।
সেই রোমান্টিক কমেডি ওটিটি’তে মুক্তি পাবে ধর্ম্যাটিক্স ব্যানারে। নতুন বছর থেকেই শুরু হবে শুটিং। ছবিটি পরিচালনা করবেন শাওনা গৌতম। যিনি “রকি অর রানি কি প্রেম কাহানি”-তে সহকারী পরিচালক ছিলেন। ছবির নামকরণ হয়নি এখনও।
অভিনয়ে ইব্রাহিম ও খুশির হাতেখড়ি হয়েছে আগেই। “দ্য আর্চিস” নিয়ে তো বলিপাড়ায় বেশ চর্চা। প্রথম ছবিতেই কাজলের সঙ্গে অভিনয়ের সুযোগ। তাই ইব্রাহিমের “সরেজমিন” নিয়েও সরগরম বলিপাড়া। আগামীতে নতুন জুটি কী ম্যাজিক করবে, সেটা দেখার অপেক্ষাতেই অনুরাগীরা।