উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে মঙ্গলবার দিবাগত রাতে শেষ ম্যাচে তলানির দল এফসি ইউনিয়ন বার্লিন দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাদের। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
এই জয়ে ‘সি’ গ্রুপের ৬ ম্যাচের ছয়টিতেই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে গেল লস ব্লাঙ্কোসরা। ১০ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে নাপোলি। আর মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে ইউনিয়ন বার্লিন। ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে ব্রাগাও।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রিয়াল। ৮৫ মিনিটের মাথায় বার্লিনের আলেক্স ক্র্যাল গোল করে সমতা ফেরান। কিন্তু ৮৯ মিনিটের মাথায় দানি সেবালোস গোল করে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। তাকে গোলে সহায়তা করেন জুদে বেলিংহ্যাম।