বগুড়ায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, তিন পুলিশ সদস্য আহত

0

বগুড়ার গাবতলীতে অবরোধ চলাকালে পুলিশের উপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।  

বুধবার দুপুর দেড়টায় গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলাকালে শেষ দিনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে অবরোধকারীদের ককটেল হামলায় এ ঘটনা ঘটেছে।

গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণকৃত বস্তুটি ককটেল। আলামত সংগ্রহ করা হয়েছে। এটি অভিজ্ঞদের দিয়ে পরীক্ষা করা হবে।

জানা যায়, গাবতলীসহ বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলছিল। অবরোধ চলাকালে দুপুর দেড়টায় থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মোমিন, শাহাদত হোসেন সাগর ও পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের পর পরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here