অবশেষে জানা গেল, গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আসল কারণ !

0

সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ২০ ফিট রেল লাইন কেটে রাখায় এ দুর্ঘটনার সৃষ্টি হয় বলে জানান রেল কর্তৃপক্ষ।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের ভাওয়ালের রাজেন্দ্রপুর রেলস্টেশন থেকে কিছুটা দূরে বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে বিভাগ জানিয়েছে। এ ঘটনায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ চারটি বগি ধানক্ষেতে পড়ে যায়।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে আসলাম (৩৫) নামে এক যাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়াও আরও ৭ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শফিকুর রহমান জানান,দুর্বৃত্তরা রেল লাইনের ২০ ফিট অংশ কেটে রাখায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনটি উদ্ধারের তৎপরতা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here