মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে বান্দরবানে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)। “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন” শীর্ষক শোভাযাত্রাটি স্থানীয় কালেক্টরেট চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা অংশ নেন। ‘সাইফ পাওয়ারটেক’ এবং ‘ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম (সিএপি)’ এর পৃষ্ঠপোষকতায় শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।