ফেসবুকে হাইলাইটস এর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

0

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অযথা নোটিফিকেশন কেউ পছন্দ করেন না। কিন্তু কখনো কখনো এর সম্মুখীন হতে হয়। ফেসবুকের হাইলাইটস অপশন এখন অনেকের জন্য বিরক্তির কারণ। 

বিষয়টি হলো, আপনার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ‌‘highlights’ লিখে কমেন্ট করলে তা বন্ধু তালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন আকারে যাবে। এতে আপনার পোস্টের প্রতি সবার মনোযোগ নিয়ে আসা অনেকটা সহজ হবে। আর এই সুযোগটিই কাজে লাগানোর চেষ্টা করছেন অনেকে। বন্ধু তালিকায় থাকা এমন অনেকের কারণে অনেক বেশি নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছেন কেউ কেউ।

প্রথমে ফেসবুকের Settings and privacy অপশনে যান। সেখান থেকে Settings>Notifications>Tags -এ গিয়ে Batch mentions অফ করে দিন। এরপর থেকে আপনি এ ধরনের নোটিফিকেশন থেকে রেহাই পাবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here