সাভারের আশুলিয়ায় এক হেরোইন কারবারি আটক

0

সাভারের আশুলিয়ায় অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহনকালে মোঃ টুটুল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। পরে তার নিকট থেকে ১০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে সোমবার (১১ ডিসেম্বর) রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মোঃ টুটুল (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়।
র‍্যাব জানায়, সোমবার রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার নবীনগর এলাকা হতে অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার নিকট হতে ১০৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বেশ কিছুদিন যাবৎ অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহন করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here