দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন কার্ডি বি

0

মার্কিন র‌্যাপার, গীতিকার ও মডেল কার্ডি বি কয়েকমাস আগে স্টেজে গান গাওয়ার সময় দর্শকের গায়ে মাইক ছুড়ে মেরে খবরের শিরোনাম হয়েছিলেন। এবার তিনি শিরোনাম হলেন পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে। অর্থাৎ স্বামী অফসেটের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি। 

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে তিনি এ কথা জানান। খবর বিবিসির।

বেশ কিছুদিন ধরেই কার্ডি বি ও তার স্বামী অফসেটের মধ্যে কলহ চলছিল। গত সপ্তাহে তারা দু’জন দুজনকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনফলোও করে দেন। অফসেটও একজন মার্কিন র‌্যাপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here