গুঞ্জন শোনা যাচ্ছে এবার ভাঙবেই বলিউড তারকা ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সংসার। এরইমধ্যে নাকি দু’জন বিয়ের আংটিও খুলে ফেলেছেন। তবে এখনও এ বিষয়ে বচ্চন পরিবারের কেউ মুখ খোলেনি। ঐশ্বরিয়াও চুপচাপ।
এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। তবে নিজেদের দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা।
পেশাগত কারণ ছাড়া কখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেননি অভিষেক। এ ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা আন্দাজ করা যায়। তবে ভাগ্নে অগস্ত্য নন্দ অভিনীত প্রথম ছবি ‘আর্চিজ’-এর প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বর্যাকেও।