নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা

0

এবার ইসরায়েলি নাগরিক হাদাস দাগান জানালেন সন্দেহাতীতভাবেই ৭ অক্টোবর ইসরায়েলি সেনারাই আটকে পড়া বসতি স্থাপনকারীদের হত্যা করেছিল। 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রত্যক্ষদর্শী নারী নিশ্চিত করেছেন যে, ওই ঘরে বসতি স্থাপনকারীরা জিম্মি দশায় পড়েছিল। এসময় ইসরায়েলি বাহিনী তাদের ওপর ট্যাঙ্ক দিয়ে গুলি ছোড়ে এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। এই ভয়াবহ ঘটনায় ১৪ বসতি স্থাপনকারী প্রাণ হারান। যার মধ্যে ওই প্রত্যক্ষদর্শীর স্বামীও ছিলেন। ওই নারীর দাবি, ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধারা উভয়েই তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল। 

বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, টানা যুদ্ধ করে যাওয়া অনেক ইসরাইলি সেনাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। কারণ, হামাস লড়াইয়ের জন্য যতোটা প্রস্তুত, এই ইসরাইলি সেনারা তার সিঁকি ভাগও নয়। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here