ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬৪৫ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে হামলা চালায়। এরপর গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ১৮ হাজার ২০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত প্রায় ৫০ হাজার।
যুক্তরাষ্ট্রের ভোটের পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় আরও কয়েক শ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক্সে দেওয়া পোস্টে বলেছে, গাজা উপত্যকায় এখন অনেক মানুষ দু-তিন দিন ধরে না খেয়ে আছে। গাজায় খাদ্য, পানি ও জ্বালানিকে পদ্ধতিগতভাবে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানকার সবাইকে ক্ষুধা তাড়া করছে।
গাজার ২৩ লাখ অধিবাসীর বেশির ভাগই বাড়িঘরছাড়া হয়েছে। সেখানকার বাসিন্দারা বলছেন, ঘনবসতিপূর্ণ উপকূলীয় এই ছিটমহলে আশ্রয় বা খাবার পাওয়া
গাজাবাসী বলছেন, বারবার পালাতে বাধ্য হওয়া লোকজন ক্ষুধা ও ঠান্ডার পাশাপাশি ইসরায়েলি বোমাবর্ষণে মারা যাচ্ছেন। ত্রাণবাহী ট্রাকে লুটপাট হচ্ছে। পণ্যের দাম আকাশছোঁয়া।