অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
বুধবারের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। পাঁচ দিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে।