ব্যাপক কুয়াশার কারণে রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখার এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরি ঘাট শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে কোনো ফেরি নোঙ্গর করা নেই।