“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান কার্যক্রম-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগ এই আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ধানের আর্দ্রতা ও মান ঠিক রেখে ধান ক্রয় কার্যক্রম করা হচ্ছে। এবছর প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বালিয়াকান্দিতে ৪৮৬ মেট্রিকটন অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আকরাম হোসেন, বালিয়াকান্দি চাউলকল মালিক সমিতির সভাপতি গোবিন্দ বিশ্বাসসহ ইউনিয়নের অর্ধশত কৃষক উপস্থিত ছিলেন।