আইপিএলের নতুন মৌসুমের জন্য নিলামে চূড়ান্ত তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাংলাদেশ থেকে কেবল তিন পেসারই সুযোগ পেয়েছেন এতে।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। যেখানে নাম লিখিয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। তবে দল পাবেন কেবল ৭৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ আছে।