পোল্যান্ডের পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থি একটি রাজনৈতিক দলের নেতা ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করেছে। জাতীয় নির্বাচনের প্রায় দুই মাস পর তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো।
এর মধ্য দিয়ে জাতীয়তাবাদী রক্ষণশীল শাসন থেকে ইউরোপীয় ইউনিয়নপন্থি শাসনের দিকে ঝুঁকল দেশটি। টাস্ক যে সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন, তা একটি রাজনৈতিক জোটের। জোটের দলগুলো আলাদাভাবে ভোট করলেও তারা টাস্কের নেতৃত্বে ‘গণতন্ত্রের মান পুনর্প্রতিষ্ঠা ও মিত্রদের সঙ্গে সম্পর্কোন্নয়নে’ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।