কলাপাড়ায় কৃষক সমাবেশ

0

৪০ কেজিতে মণ ও ধানের ন্যায্যমূল্যের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ-বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে কৃষকরা। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পাখিমারা বাজারে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে কৃষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার সকল খাল, বিল, জলাশয়ের ইজারা বাতিল ও দখলমুক্ত করাসহ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি ও নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহ্বায়ক জিএম মাহবুবুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here