বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে গ্রিস যুবলীগের ব্যতিক্রমী আয়োজন

0

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে গ্রিস যুবলীগের ব্যতিক্রমী আয়োজন

গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গ্রিস শাখার ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানাতে গ্রিসে বসবাসরত দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি শিশু কিশোরদের নিয়ে এমন আয়োজন করে যুবলীগ গ্রিস শাখা। অনুষ্ঠানটি দ্বিতীয় প্রজন্মের ১০ জন ক্যাপ্টেইন দ্বারা পরিচালিত হয়।

বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল এথেন্স ২০২৩ নামে অনুষ্ঠানটিতে শিশু-কিশোরদের বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতা, চেয়ার সিটিং, বালিশ বদল, হাড়ি ভাঙা ও সাধারণ জ্ঞানের আসরসহ নানান ইভেন্ট।

গ্রিস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়ার সঞ্চালনায় কেক কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার ও গ্রিস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রীক ভার্সন বইটি দ্বিতীয় প্রজন্মের সকল কিশোর-কিশোরীর হাতে তুলে দেওয়া হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here