শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির দৌড় জমিয়ে দিল আমিরাতের যুবারা

0

যুব এশিয়া কাপে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের ২ উইকেটের জয় পেয়েছে। ফলে বেড়েছে বাংলাদেশের যুবাদের অপেক্ষা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের দুইটি জিতেও সেমিফাইনাল নিশ্চিত নয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। 

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২২০ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কার যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে তানিশ সুরির ৮৮ বলে ৭৫ রানের ইনিংসে ভর করে ম্যাচে টিকে থাকে সংযুক্ত আরব আমিরাত। দলকে জয়ের দিকে নিয়ে যান অধিনায়ক আয়ান আফজাল খান। ৫০ বলে ৩৩ রান করেন তিনি।

নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় পেলে সেমি নিশ্চিত হবে বাংলাদেশের। তবে পরাজিত হলে এবং জাপান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আমিরাতিরা জয় পেলে আসবে নেট রান রেটের হিসাব। জাপানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে তাই সুবিধাজনক স্থানেই আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পয়েন্টের পাশাপাশি নেট রান রেটও (+২.৬৮৮) সবচেয়ে বেশি রাব্বিদের। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here