নোয়াখালীর কবিরহাটে নৈশপ্রহরী শহিদ উল্যাহকে হত্যা ও তিন কোটি টাকার স্বর্ণ ও রৌপ্য লুটের ঘটনায় গ্রেফতা হওয়া পাঁচ ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আজ সোমবার বিকেলে নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলাদা আলাদাভাবে জবানবন্দি দেন তারা। স্বেচ্ছায় দায় স্বীকার করা আসামিরা হলেন মিজানুর রহমান রনি, মোঃ নোমান, সালাউদ্দিন, সুজন হোসেন ও কৃষ্ণ কমল সরকার
পুলিশ সুপার এসপি মো.শহীদুল ইসলাম সোমবার সন্ধ্যায় ডাকাতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানান।