বগুড়ায় সংসদ সদস্যের ভোট বর্জনের ঘোষণা উপজেলা জাসদের

0

বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেনের ভোট বর্জণের ঘোষণা দিয়েছে নন্দীগ্রাম উপজেলা জাসদ।

সোমবার দুপুরে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে কর্মী সভা শেষে এই তথ্য জানান উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল।

এবিষয়ে সংসদ সদস্য রেজাউল করিম তানসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কামরুল হাসান জাসদের কেউ না। তিনি অনেক আগেই পদত্যাগ করেছেন। তার কর্মীসভা আহ্বান করার এখতিয়ার নাই। এখন তিনিই দলের ভাবমূর্তিক্ষুণ্ণ ও শৃংখলা ভঙ্গ করছেন।

নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক এর কাছে কিছুদিন আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু তিনি গ্রহণ করেননি, যার কারণে আমি এখনো নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি রয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here