৩৬তম জন্মদিনে ক্যান্সার ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা দিলেন অল-রাউন্ডার সাকিব আল হাসান। আজ শুক্রবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তিনি ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
সেই সাথে দেশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার স্বপ্নের কথাও জানান সাকিব। অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন।
সাকিব বলেন, ‘আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, অনেক আর্লি স্টেজে যদি এটা ধরা পড়ে, কিংবা শুরুতেই ডায়াগনসিস করা যায়, তাহলে আমার মনে হয় এখন অনেক ভালো চিকিৎসা আছে। যার মাধ্যমে মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারবে। ক্যান্সারকে সবাই মরণব্যাধি বলে। তবে এর ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না। আমাদেরকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, মানুষকে সাহস দিতে হবে, দেখাতে হবে আশা। আমরা সবাই মিলে সেই কাজটি করতে চাই। যত ক্ষুদ্র পর্যায়ে থেকেই হোক না কেন।’