নেত্রকোনা জেলা শহরের সকল সড়কে বসেছে ইফতারের সাজানো দোকান। প্রতিটি হোটেল রেস্টুরেন্ট নিজেদের প্রতিষ্ঠানের সামনের সড়কে পসরা সাজিয়ে বসেছে। সহজেই যাতে ক্রেতারা এসে ইফতার কিনতে পারেন।
বিকাল থেকে শুরু হয় ইফতার সাজানো। মোক্তারপাড়া জামে মসজিদের পাশে, শহীদ মিনার রোডে, স্টেশন রোডে সর্বত্র ইফতারি দোকানের পসরা। নানা ধরনের পেয়াজো-ছুলাসহ আকর্ষণীয় নামে এসকল দোকান বসে।