চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এতে শীত অনুভূত হচ্ছে বেশি। সন্ধ্যা ও সকালের দিকে শীতের পোষাক পড়ে মানুষকে ঘরের বাইরে আসতে হচ্ছে। পেশাগত কারণে খুব ভোরে যাদের ঘরের বাইরে আসতে হয় তারা শীতে নাজেহাল হয়ে পড়ছেন। দিনমজুর শ্রেণির মানুষকে শীত উপেক্ষা করে হাট-বাজারে এসে কাজ করতে হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। এখন থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা নিচের দিকে নামবে। কুয়াশাও দেখা দেবে।