শিক্ষার্থী ও শ্রমিকদের জন্য ভিসানীতি আরও কঠোর করছে অস্ট্রেলিয়া

0

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ভিসানীতিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এছাড়া স্বল্প দক্ষ কর্মীদের ব্যাপারেও ভিসানীতিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটি। আগামী দুই বছরের মধ্যে অভিবাসী সংখ্যা কমিয়ে আনতে সোমবার এমন ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতি অনুযায়ী- আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষায় (আইএলটিএস) বর্তমানের তুলনায় আরও অধিক রেটিং অর্জন করতে হবে। এছাড়া প্রথমবার ভিসা আবেদন বাতিল হলে দ্বিতীয়বার আবেদন করলে আরও বেশি যাচাই-বাছাই করা হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল এক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, “এই কৌশল আমাদের দেশে অভিবাসী গ্রহণের পরিমাণকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনবে। এটি কেবল অভিবাসীর সংখ্যা, বা আমাদের দেশে বর্তমানে অভিবাসীদের কারণে কী সমস্যার মুখোমুখি হচ্ছে সে বিষয়ে নয়। এটা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের প্রশ্ন।” 

এর আগে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছিলেন, অস্ট্রেলিয়ায় অভিবাসীদের সংখ্যাকে সহনীয় মাত্রায় নামিয়ে আনা প্রয়োজন। দেশের অভিবাসন ব্যবস্থাকে ভঙ্গুর বলে আখ্যা দিয়েছিলেন তিনি।

ও’নেইল বলেছেন, সরকারের এই সংস্কার পদক্ষেপ এরই মধ্যে বিদেশি অভিবাসনের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে। এই নীতি অভিবাসী সংখ্যার প্রত্যাশিত হ্রাসেও অবদান রাখবে।

উল্লেখ্য, ২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ায় মোট অভিবাসী প্রবেশ করেছে ৫ লাখ ১০ হাজার। অস্ট্রেলিয়া সরকার আশা করছে, নতুন পদক্ষেপের ফলে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সালের মধ্যে এই সংখ্যা প্রায় এক-চতুর্থাংশে নেমে যাবে, যা কোভিড মহামারীর ঠিক আগের সময়ের অভিবাসীর সংখ্যার কাছাকাছি। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here