চিকিৎসক ছাড়াই অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দল

0

বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। বিশ্বকাপ ব্যর্থতার পর দল ও বোর্ডে একাধিক পালাবদলের ঘটনাও ঘটেছে। এবার চিকিৎসক ছাড়াই অস্ট্রেলিয়া সফরে গিয়ে নতুন করে আলোচনার জন্ম দিল তারা।

পিসিবির বিশ্বস্ত সূত্রে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত ঝামেলার কারণে অস্ট্রেলিয়া সফরে চিকিৎসক ছাড়াই গেছেন বাবর-রিজওয়ানরা। এছাড়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল সংযুক্ত আরব আমিরাত সফরে গেছে টিম ম্যানেজার ছাড়াই।

পিসিবি সূত্র জানিয়েছে, ডা. সালিমের জন্য ভিসার ব্যবস্থা করার চেষ্টা করছে বোর্ড। এছাড়া অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান স্কোয়াডে থাকা অফ স্পিনার সাজিদ খানেরও ভিসা জটিলতার মুখে পড়তে হয়েছে।  

এদিকে, এশিয়া কাপের জন্য টিম ম্যানেজার হিসেবে পাকিস্তানের জুনিয়র দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল সাবেক টেস্ট ব্যাটার শোয়েব মুহাম্মদের। জানা গেছে, শোয়েবের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here