গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে কিরিয়াতি ব্রিগেডের ৮১১১ তম ব্যাটালিয়নের দুই সংরক্ষকসহ চার সৈন্যের মৃত্যুর কথা ঘোষণা করেছে ইসরায়েল।
তারা হলেন-৫৫তম প্যারাট্রুপার ব্রিগেডের সার্জেন্ট মেজর (অব.) গিদিওন ইলানি (৩৫), কিরিয়াতি ব্রিগেডের ৮১ তম ব্যাটালিয়নের সার্জেন্ট মেজর (অবসরপ্রাপ্ত) ইতে পেরি( ৩৬), কিরিয়াতি ব্রিগেডের ৮১ তম ব্যাটালিয়নের মেজর (অব.) এভিয়াটার কোহেন (৪২)। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক সংঘর্ষে নর্দান কমান্ডের ৩৬তম ডিভিশনের মেজর গ্যাল বেচার (৩৪) নিহত হয়েছেন।