৩৩ আসনে প্রতিদ্বন্দ্বীহীন আওয়ামী লীগ

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিযোগিতা গড়ে তোলার মতো শক্তিশালী প্রার্থী নেই। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রভাবশালী দলীয় নেতার এসব আসনে দলীয় অন্য কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেননি। ফলে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় এ ৩৩টি আসনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত বলে মনে হচ্ছে। নৌকার প্রার্থীরাও সময় পার করছেন চিন্তামুক্তভাবে।

চিন্তামুক্ত থাকার ভাগ্যবানদের এ তালিকায় আছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু (ঝালকাঠি-২) ও আবুল হাসানাত আবদুল্লাহ (বরিশাল-১), আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), আইনমন্ত্রী আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০), প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (চট্টগ্রাম-১৩), রেলমন্ত্রী মো নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১), শাজাহান খান (মাদারীপুর-২), আবদুস সালাম (ময়মনসিংহ-৯), শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার (ঢাকা ১৫), শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন (পটুয়াখালী-১), সালমান ফজলুর রহমান (ঢাকা-১), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), ক্রিকেটার সাকিব আল হাসান (মাগুরা-১), সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে ও বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক (কিশোরগঞ্জ-৪), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩), আশেক উল্লাহ রফিক (কক্সবাজার-২), আলী আজম (ভোলা-২), মো. মজিবর রহমান (বগুড়া-৫), মোছা. জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), তানভীর শাকিল জয় (সিরাজগঞ্জ-১), গোলাম ফারুক খন্দকার (পাবনা-৫), ইমরান আহমেদ (সিলেট-৪)। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সিলেট-৬ আসনটিতে কোনো আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী না থাকলেও এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন হেভিওয়েট তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। একইভাবে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেই টাঙ্গাইল-৮ আসনেও। আসনটিতে নৌকার মাঝি অনুপম শাহজাহান জয়। আসনটিতে তার বিপরীতে লড়বেন কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here