মানুষের মধ্যে কম-বেশি মৃত্যুভয় থাকতেই পারে কিন্তু তাই বলে অহেতুক মৃত্যুভীতি। এটি এক ধরনের টেনশনজনিত অসুখ যেখানে হঠাৎ তীব্র আকারে হার্ট অ্যাটাকের, প্যারালাইসিসের, শ্বাস বন্ধ হয়ে আসার ও মৃত্যুর অহেতুক ভীতি আসে। বুক ধড়ফড় নিয়ে আমাদের সবারই আতঙ্ক থাকে এ বুঝি হার্টের সমস্যা হলো। আমার মৃত্যু ঘনিয়ে আসছে।
রোগীদের ভাবনা : তার হার্টের অসুখ এ জন্য বারবার ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করে বেড়াচ্ছে। মাথা ঝিমঝিম করছে, মানে স্ট্রোক করে ফেলবে। হাত-পা অবশ হয়ে আসছে, মনে হয় প্যারালাইসিস হয়ে যাবে। যে কোনো সময় মৃত্যু হতে পারে। এমনও দেখা গেছে, কোনো কোনো রোগী বলে হঠাৎ পেটের মধ্যে একটা মোচড় দেয়, তারপর উপর দিকে উঠে বুক ধড়ফড় শুরু হয়, সঙ্গে সঙ্গে হাত-পা অবশ হয়ে যায়। আর কথা বলতে পারে না। কখনো কখনো বমি বমি ভাব। এছাড়া পেটের মধ্যে অস্বস্তি ইত্যাদি।