কুড়িগ্রামে গত দুদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবনে কিছুটা অস্বস্তি নেমে এসেছে। ভোর থেকে শুরু করে কুয়াশায় ঢেকে থাকে গোটা জনপদ। সেইসঙ্গে আকাশ মেঘলা থাকায় ও কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায় না। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা শনিবারের চেয়ে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
জেলার রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, ডিসেম্বর মাসে দিন যতই যাবে ক্রমেই শীতের কুয়াশা ও ঠাণ্ডা বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা শনিবারের চেয়ে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানান তিনি।