বড় আশা নিয়ে এসেছিল আইরিশরা

0

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৩৮ রান করেছে বাংলাদেশ, ১৮৩ রানের জয় পায় ওই ম্যাচে। পরের ম্যাচে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ গড়ে বাংলাদেশ, ম্যাচটি অবশ্য ভেসে যায় বৃষ্টিতে। শেষ ম্যাচে সফরকারীদের ১০১ রানে অলআউট করে তামিম ইকবালরা পান ১০ উইকেটের বড় জয়।  

এমনভাবে সিরিজ হারা নিয়ে আয়ারল্যান্ড অধিনায়ক সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘আমি আগেও যেটা বলেছি, এটা দেখিয়েছে যে সাম্প্রতিক অতীতে যে ক্রিকেট খেলেছি, সেটা খেলিনি আমরা। আর বাংলাদেশ অসাধারণ একটা সিরিজ কাটিয়ে এসেছে। যদিও সিলেটে এর আগে খেলিনি, কিন্তু ভালো খেলে এসেছিলাম। আমাদের শুরুতেই ধাক্কা দিতে হতো, সেটা করতে পারিনি।’

নিজের হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা জানতাম এটা কঠিন হবে। আমরা খুবই হতাশ আমাদের পারফরম্যান্স নিয়ে। আমার মনে হয় না এটা রিফ্ল্যাক্ট করে কীভাবে আমরা এই ফরম্যাট খেলি। কিন্তু একইসঙ্গে দেখায় যদি ব্যাটিংয়ে আপনার ডিফেন্স ভালো না হয়, ক্যাচ উঠবেই। আমরা এখানে ভালো ক্রিকেট খেলা ও প্রতিদ্বন্দ্বীতা করার আশা নিয়ে এসেছিলাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here