হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা একদিনেই ইসরায়েলি বাহিনীর ২১ সাঁজোয়াযান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে।
ওই বিবৃতিতে কাসাম ব্রিগেড আরো জানায়, তাদের হামলায় এসময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি আল কাসাম।
৭ অক্টোবর ইসরায়েলে হঠাৎ করেই বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তাদের হামলায় গাজায় ১৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের প্রাণ গেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ।