‘অ্যানিমেল’ ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

0

মুক্তির মাত্র ৭ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটির ওপর ব্যবসা করেছে আলোচিত ছবি ‘অ্যানিমেল’। ছবিতে রণবীর কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানা, তৃপ্তি ডিমরির অভিনয় সবার নজর কেড়েছে। সিনেমার পুরোটাজুড়েই রয়েছেন রণবীর। তবে মাত্র ২০ মিনিটে নিজের উপস্থিতি দিয়ে যে রীতিমতো ঝড় তুলেছে তিনি ববি।

পুরো সিনেমায় তিনি নির্বাক। তবে তার কর্মই যেন দর্শকদের মধ্যে তাকে জনপ্রিয় করেছে। পাশাপাশি সমলোচিত হয়েছেন। এ সিনেমায় আব্রারের চরিত্রে দেখা গেছে ববিকে। উগ্রতা, নারীবিদ্বেষ আর হিংস্রতাই ছিল ক্যারেক্টারের ধরন। সিনেমায় নিজের তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের দিনই বৈবাহিক ধর্ষণ করেন স্ত্রীকে। সিনেমায় অভিনেতার তৃতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মানসী তক্ষক। এ কারণে সমালোচিত হয়েছেন ববি। তবে বিতর্কিত এ দৃশ্যে অভিনয়ে পূর্ণ সমর্থন জানাচ্ছেন তার পর্দার স্ত্রী মানসী।

মানসী তক্ষক দাবি করেন, ছবিতে এসব দৃশ্য আসলে দর্শকের জন্য একটা বার্তা। যদি রণবীর এমন হতে পারেন, তা হলে সিনেমার খলনায়ক কেমন হবে ভাবুন! আমি মনে করি, ববি স্যারের চরিত্রটির ভিত্তি স্থাপন করতে অমন একটি দৃশ্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।’ শেষে অবশ্য মানসী আরও বলেন, ‘আমার নিজের বিয়েতে এমন কিছু হোক একেবারেই চাইব না।’ 

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here