ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দুর্বল হয়নি। গাজার ক্ষমতা এখনও তাদেরই হাতে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত হামাসের কোনো ক্ষতি করতে পারেনি। হামাস এখনও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হারায়নি।
ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী গালান্ত সম্প্রতি দাবি করেছিল হামাসের পতন ঘটতে যাচ্ছে। ওই দাবির প্রতিক্রিয়ায় ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ অলিভার লিভি ইহুদিবাদী চ্যানেল ‘কান’-এ বলেছেন: হামাসের মূল শক্তি এখনও দুর্বল হয়নি। ইহুদিবাদী মিডিয়াও স্বীকার করেছে- আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত ইহুদিবাদী বসতিগুলোতে যথারীতি রকেট এবং মর্টার হামলা চালিয়েই যাচ্ছে।