আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ব্রাজিল ম্যাচের পরপরই চাকরি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইএসপিএন বলছে, আগামী বছর কোপা আমেরিকার পরই পদত্যাগ করবেন তিনি।
যদিও এতোদিন এনিয়ে নীরব ছিলেন এই কোচ। গতকাল কোপা আমেরিকার ড্রয়ের অনুষ্ঠানে দেখা গেল তাকে। সেখানে নীরবতা ভাঙলেও ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটাননি।
‘আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি সেটা নিয়ে ভাবছি। বল থামিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ। এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। খেলোয়াড়রা খুব ভালো, দলও খুব ভালো। তাদের এমন ভালো কোচ দরকার, যে কি না নিজের সবটুকু প্রাণশক্তি উজাড় করে দেবে। আমি সেটা আগেও বলেছি এবং বারবার বলব। আর্জেন্টিনার এমন কোচ দরকার, যে তাদের মানের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। এখন ভাবার সময়। আমিও একই জিনিস ভাবছি।’
শোনা যাচ্ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দ্বন্দ্ব রয়েছে স্কালোনির। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি, ‘এ নিয়ে অনেক কিছু বলা হয়েছে যা কানে দেওয়ার প্রয়োজন নেই। সভাপতি সঙ্গে সম্পর্ক সবসময়ই দুর্দান্ত ছিল। ভবিষ্যৎ নিয়ে ভাবার সিদ্ধান্তটা আমার ব্যক্তিগত। এখান থেকে জাতীয় দলের জন্য সেরাটা ভাবা উচিত।’
এদিকে, চুক্তি অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার কথা রয়েছে স্কালোনির।