মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, মেসেঞ্জার ও ফেসবুকে সকল ব্যক্তিগত চ্যাট ও কলকে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় আনার কাজ শুরু হয়েছে।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। তবে সব মেসেঞ্জার অ্যাকাউন্টকে ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় আনতে কিছু সময় লাগতে পারে। আগে থেকেই মেসেঞ্জারে এনক্রিপশন ব্যবস্থা চালু করার সুবিধা ছিল। এর ফলে বার্তা কেবল প্রেরক ও প্রাপক নিরাপত্তা-সুবিধা পেতেন। কিন্তু নতুন এ ঘোষণার পর এখন থেকে মেসেঞ্জার-এর সব বার্তা, কল স্বয়ংক্রিয়ভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হয়ে যাবে বলে জানিয়েছে মেটা।