কোপা আমেরিকায় ‘কঠিন’ গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল

0

২০২৪ সালের কোপা আমেরিকার ড্রয়ে খানিকটা কঠিন গ্রুপে পড়েছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে রয়েছে চিলি। এই দলের বিপক্ষে বরাবরই কঠিন লড়াই করতে হয় আলবিসেলেস্তাদের। এছাড়া ভালো ছন্দে থাকা পেরুও রয়েছে একই গ্রুপে। আর ব্রাজিলের গ্রুপে পড়েছে কলম্বিয়া ও প্যারাগুয়ে।

শুক্রবার মায়ামিতে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ৪৮তম আসরের ড্র। কনমেবলের ১০ সদস্য দেশের সঙ্গে কনকাকাফের ছয়টি দেশও খেলবে এবারের আসরে। এই জোন থেকে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রসহ চারটি দল নিশ্চিত। বাকি দুই দল আসবে প্লে-অফ থেকে।

 

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ এন্ড টোবাগো। গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা। গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া। গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর/ভেনেজুয়েলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here