হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সানি দেওলের একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সানিকে মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরতে। এই ভিডিও ভাইরাল হতেই সানিকে কটাক্ষ শুরু নেটিজেনদের। অনেকে বলে উঠলেন, ‘গদর ২’ ছবি হিট করার সানির নাকি মাথা খারাপ হয়ে গেছে। সত্যিই কি মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরেছেন সানি?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সানিকে ধরে অটোরিকশাতে তুলছেন এক ব্যক্তি। যা দেখে চমকে উঠেছে সবাই। সানি দেওলকে এমন রূপে দেখবে কেউ ভাবতেও পারেনি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেতা। সানির কথায়, ‘এসব ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। এটা একেবারেই একটা শুটিংয়ের জন্য। তাই অযথা এসব নিয়ে না খবর করাই ভালো!’
প্রসঙ্গত, ‘গদর ২’-এর পর থেকেই ফিল্মি ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করেছেন সানি। এমনকী রাজনীতি ছেড়ে পুরোপুরি অভিনয়ে মন দেওয়ার কথাও ঘোষণা করে ফেলেছেন তিনি। ৫৪তম আই এফএফআই-র মঞ্চে নিজের ফিল্মি ক্যারিয়ারের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সানি দেওল। সূত্র : সংবাদ প্রতিদিন।