ভালুকা মুক্ত দিবস উদযাপন

0

আজ ৮ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়েছিল ময়মনসিংহের ভালুকা। এ উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বর পর্যন্ত আসে, ফের র‌্যালিটি (এফজে-১১) সাব সেক্টর কমান্ডার প্রয়াত মেজর আফসার উদ্দিনের কবরস্থান পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরোমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমশিনার (ভূমি) সুমাইয়া আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here