উদীচীতে বোমা হামলায় নিহতদের স্মরণে তিন মিনিট ‘স্তব্ধ নেত্রকোনা’ পালিত

0

নেত্রকোনা উদীচী কার্যালয়ের সামনে ২০০৫ সালে জেএমবির আত্মঘাতি বোমা হামলায় উদীচী কর্মী হায়দার শেলিসহ মোট আটজন নিহতের স্মরণে ট্রাজেডি দিবসে এবার তিন মিনিট ‘স্তব্ধ নেত্রকোন’ পালিত হয়েছে। 

প্রতিবছরের ন্যায় নেত্রকোনা ট্রাজেডি উদযাপন পর্ষদের আয়োজনে জেলার সকল সাংস্কৃতিক সামজিক সংগঠনের অংশগ্রহণে আজ সকাল ১০ টা ৪০ মিনিটে স্থানীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালিত হয়। 

বক্তৃতা শেষে সড়কে গোল করে দাঁড়িয়ে নিরবতা পালন কালে বন্ধ থাকে সকল প্রাকার যান চলাচল।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here