প্রার্থিতা ফেরাতে আজও ইসিতে প্রার্থীরা

0

আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের প্রার্থিতা ফেরাতে চতুর্থ দিনের মতো আজও নির্বাচন কমিশনে আপিল করছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বাম পাশে বানানো অস্থায়ী ক্যাম্পের ১০টি বুথে এ কার্যক্রম শুরু হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here