দেশগোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তান আহতBy AmarNews.com.bd - December 8, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।